Posts

Showing posts from September, 2016

Trimmings কি এবং এর সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন

Image
Trimmings সম্পূর্ণ বস্ত্র করতে কাপড় ছাড়া বস্ত্র ব্যবহৃত উপকরণ trimmings বলা হয়. কিছু trimmings কিছু হয় না কি না তা বাইরে থেকে দেখা যায়. আবার কিছু trimmings বৃদ্ধি সৌন্দর্য জন্য ব্যবহার করা হয় শুধুম...

টেক্সটাইল এর মার্কেটিং এর জব ভালো নাকি মার্চেন্ডাজিং এর জব ভালো ?

Image
মার্কেটিং  Vs মার্চেন্ডাজিং টেক্সটাইল জব এর ভেতরে এই দুই বিভাগ  এখন চাকুরীর বাজারে  চাহিদার শীর্ষস্থানীয় অবস্থানে আছে। আসুন জেনে নেয়া যাক এদের খুঁটিনাটি টেক্সটাইল মার্চেন্ডাজিং জব ১. ক্ষমতা ব্যাপক। ২. চাকুরীর টাইম লিমিট নাই। ৩. রেস্পসিবিলিটি অনেক। ৪. বেতন নির্দস্ট । ৫. উপরি কামাই কম। ৬. উপরি কামাই এর সোর্স হলো একসেসরিস সাপ্লাইয়ার, ফেব্রিক ,  ডাইং ডিপার্টমেন্ট। ৭. ট্রান্সপোর্ট ফ্রি। ৮. ফেক্টরির গার্মেন্টস দে দারসে নিজের বাসায় এর নিতে পারেন। ৯. শেষ বয়সে এরা স্টক লট এর ব্যাবসা করে বেড়ায়। টেক্সটাইল মার্কেটিং জব ১. মার্কেটিং জব গুলি টার্গেট ভিত্তিক। ২. কাজের চাপ এবং হয়রানি কম। ৩. মুল কাজ ওর্ডার কালেক্ট করা,  বায়ার কালেক্ট করা। ৪. রেস্পন্সিবিলিটি কম। ৫. টার্গেট ফিলাপের উপর কমিশন আছে। ৬. সেলারির চেয়ে কমিশন বেশি। ৭. ফেব্রিক মার্কেটিং,  ক্যামিকেল মার্কেটিং,  মেশিন মার্কেটিং ভালো। ৮. বিদেশে ভ্রমন এর সুযোগ আছে। ৯. হাতে বায়ার বা ক্লায়েন্ট  থাকলে ভালো ভ্যালু  পাওয়া যায়। ১০. মার্কেটিং এর লোক জন ডাইং, নিটিং,  উইভিং,প্রিন্টিং  এর কাজ গুলি সাব কন...

ডাইং প্রডাকশন এর লাইক্রা কাপড় চালানোর কিছু সুবিধা আসুবিধা জেনে নিন

Image
ডাইং প্রডাকশন এর লাইক্রা কাপড় চালানোর কিছু সুবিধা আসুবিধা : লাইক্রা হচ্ছে স্পানডেক্স সুতার ব্রেন্ড নেম  স্পানডেক্স তার ক্যামিকেল বা জেনেরিক নেম। লায়ক্রা আমেরিকান ইনভিস্তা কোম্পানির ইলাস্টোমারিক ফাইবার ।  ফেক্টরির কাপড় এর ইলাস্টেন থাকলে একে লাইক্রা বলে যদিও তা ঠিক না। কিছু ব্রেন্ড : Roica (India) Texlon (Korean) Lycra (USA) ১. আমাদের সব কাপড় গুলির মাঝে লাইক্রা কাপড় এর প্রসেস লস সব চেয়ে বেশি। ২. লাইক্রা কাপড় ডাইং এর আগে হিট সেট করে নিতে হয়। ৩. লাইক্রা কাপড় এর হিট সেট না করলে ক্রিজ মার্ক পড়ে। ৪. আমাদের লায়ক্রা ফেব্রিক গুলির মাঝে লাইক্রা % হিসেবে বলা হয় যেমন ৫% লায়ক্রা,  ১০% লায়ক্রা। ৫. কাপড়ে মেক্সিমাম ১৫% পর্যন্ত লায়ক্রা ব্যাবহার করা হয় আর এটি করা হয় সুইম সুট এর জন্য। ৬. নিট কাপড় এর এর লায়ক্রা টাইপ তিন ধরনের ফুল ফিডার লায়ক্রা হাফ ফিডার লায়ক্রা কোয়াটার ফিডার লায়ক্রা ৭. নীট ওভেন উভয় কাপড় এর Width প্রিট্রিট মেন্ট বা ডাইং এর পর গ্রে এর তুলনায় অনেক কমে যায়। ৮. লায়ক্রা কাপড় এর প্রসেস লস ৮% ধরে ডাইং করা হয়  । ৯. লাইক্রা ফাইবার রিয়েক্টিভ ডাইং এর পর ও আনডাইড থাকে। ১০. লাইক্রা ওভ...

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements

Image
মার্চেন্ডাইজিং জবের কিছু  খুঁটিনাটি ১. বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের Most Expected  job হলো মার্চেন্ডাইজিং। ২. মার্চেন্ডাজিং নন টেকনিক্যাল জব, এটি পিউর টেক্সটাইল এর আওতাভুক্ত নয়। ৩. ফেক্টরির সবচেয়ে দাপুটে চাকুরী তাদের এবং তাদের পরপরি আছে মার্কেটিং। ৪. এরা অর্ডার এক্সিকিউশন টু ডেলিভারি টোটাল ফলোয়াপ করে। ৫. পোস্ট ট্রেইনি মার্চেন্ডাইজার দিয়ে শুরু। ৬. জুনিয়র মার্চেন্ডাইজার মার্চেন্ডাজিং গ্রুপ এর অলিখিত পিয়ন । তার দৌড়া দোউড়ি সবচেয়ে বেশি করতে হয়। ৭. মার্চেন্ডাজিং এ টিম এবং বায়ার ভিত্তিক কাজ করতে হয়। ৮. যার বায়ার ভালো মার্কেটে তার ডিমান্ড ভালো,  যেমন আপনি যদি H&M Expart হন তবে অন্য ফেক্টরি আপনাকে এই বায়ার দেখার জন্য ডেকে নেবে। ৯. পদবী : মার্চেন্ডাজিং ম্যানেজার &; সিনিয়র মার্চেন্ডাইজার > মার্চেন্ডাইজার > এসিসটেন্ট মার্চেন্ডাইজার & ট্রেইনি মার্চেন্ডাইজার। ১০. ফেক্টরির  মার্চেন্ডাইজার রা দুই ভাগে বিভক্ত  একদল বসে হেড অফিসে বসে আরেক দল ফেক্টরিতে বসে। ১১. ফেক্টরির মার্চেন্ডাজিং জবকে সরকারী জব জব বলে গন্য করা হয়। ১২. ফেক্টরির মার্চেন্ডাজিং জবের জন্য আপনা...

ওভেন ডাইং উইভিং এর ফিউচার কেমন ??

Image
প্রশ্ন :  ওভেন ডাইং উইভিং এর ফিউচার কেমন !!! যদিও আমার সেক্টর ওভেন,  আমি কোন সেক্টর কে খারাপ বলি না কারন আমরা আমাদের সেক্টর এর ক্রিয়েটর তাই এর ভালো মন্দ আমাদের লাইফ স্টাইল বা রুচির উপর নির্ভর করে। আগে নীট এর চাহিদা ব্যাপক এখন কালের বিবর্তনে। স্টুডেন্ট লাইফে স্যার দের নিকট ওভেন ডাইং আর উইভিং এর প্রতি অনাস্থা আর অনিহার কথা শুনতাম,  যার ফলে এখনো স্টুডেন্টরা জব করার পর ও তাদের ক্যারিয়ার নিয়ে শংকিত থাকে। আমি আমার সেক্টরের আত্ন পক্ষ সমর্থনে কিছু পয়েন্ট তুলে ধরছি যারা উইভিং আর ওভেন ডাইং এর শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রেরনার জন্যঃ ১. আমাদের টেক্সটাইল এর উদিয়মান খাত হিসেবে ধরা হয় ওভেন ডাইং কে। ২. ওভেন ডাইং এর ওয়েস্টেজ এবং ফল্ট এর পরিমান অন্য যেকোন ডাইং এর তুলনায় কম। ৩. গার্মেন্টস ওয়াস চালু হওয়ার পর ওভেন এর ব্যাবহার ব্যাপক হারে বেড়েছে কারন আগে ওভেন ফেব্রিক তার স্টিফিনেস প্রোপার্টি এর কারনে মানুষ পরতো না,  নানা ধরনের ফিনিশিং প্রসেস ওভেন এর চাহিদা বাড়িয়েছে। ৪. সবাই জনেন এখন ৯৫% লোক এখন ডেনিম পেন্ট পড়ছেন, শার্ট ও চালু হয়েছে এখন আমাদের দেশে এখন নতুন নতুন অনেক ডেনিম কারখানা খুলেছে যা...

টেক্সটাইল গবেষক স্যার উইলিয়াম হেনরি Perkin এর জীবনী

Image
টেক্সটাইল সাইন্টিস্টঃ নামঃ স্যার উইলিয়াম হেনরি Perkin, (12 মার্চ 1838 - 14 জুলাই 1907) নোটঃ উনি একমাত্র টেক্সটাইল বিজ্ঞানী যে কাজের ভুলে টেক্সটাইল  বিজ্ঞানী হয়েছেন,  এর মানে টেক্সটাইল সাইন্স এর শুরুই হয়েছে ভুল দিয়ে  । তিনি ছিলেন একজন ইংরেজ রসায়নবিদ,  যিনি শ্রেষ্ঠ  তার ভুল   আবিষ্কারের জন্য,  এর জন্য তিনি সুপরিচিত।  তিনি আরেক গবেষক August Wilhelm von Hofmann এর অধীনে  ম্যালেরিয়া এর কুইনোন অবিস্কার এর প্রজেক্টে কাজ করেছিলেন। 18 বছর বয়সে, প্রথম এনিলিন ডাই  mauveine আবিস্কার করেন।  তার মুল গবেষনার লক্ষ ছিলো ম্যালেরিয়া চিকিত্সার  প্রতিষেধক কুইনাইন  সংশ্লেষণ করা , হেনরি  তার তার আসল গবেষনায় ব্যর্থ হন ; কিন্তু তার এই গবেষনায় ভুল করে একটি বাই প্রডাক্ট তৈরি হয় সেটি ছিলো আজকের এনিলিন ডাই। এই Mauveine চিলো এনিলিন ডাই এর প্রথম আবিস্ক্রিত নাম,  এই আগে  ন্যাচারাল ডাই দিয়ে ডাইং হতো যা ছিলো অনেক কস্টলি ।  এই সিন্থেটিক ডাই আবিস্কার এর পর ডাইং সবার সাদ্ধের ভেতরে চলে আসে।  তিনি চিকিৎসা বিজ্ঞানে ব্যার্থ হলে...

টেক্সটাইল সাইন্টিস্ট ইলি হোয়াইটনির জীবনী

Image
টেক্সটাইল  সাইন্টিস্ট   নামঃ ইলি হোয়াইটনি জন্মস্থল: আমেরিকা আবিস্কার: ইলি হোয়াইটনি সর্বপ্রথম কটন ফাইবার এর জন্য জিনিং মেশিন আবিস্কার করেন বা আমাদের ফেব্রিকে ডাস্ট পার্টিকেল বা সিড পার্টিকেল নাই এটা শুধু মাত্র তার অবদানে সম্ভব হয়েছে , তার পর এটি হলো টেক্সটাইল এর প্রথম মেশিন যার ভেতেরে টেক্সটাইল ম্যাটেরিয়াল কে প্রথমে ঢুকতে হয়।  ফাইবার কিং কটনকে এই মেশিন ছাড়া মানুষ করতে পারবেন না।  টেক্সটাইল বিজ্ঞানে তার এই আবদান তাকে স্বরনীয় করে রাখবে আজীবন। তার এই আবদানের জন্য তাকে আমরা শ্রদ্ধাভারে স্বরন করছি। তিনি ১৭৯৩ সালে তার জিনিং মেশিন এর পেটেন্ট করেন ।

ওভেন কাপড়ে সেড দেখার সময় কেন ২-৩ থান নামিয়ে সেড দেখা হয়

প্রক্রিয়াঃ ২-৩ থান কাপড় নামিয়ে স্যাম্পল কাটা কারনঃ সাবার জানা আছে হয়তো যে ওভেন ফেব্রিক ডাইং করতে হয়ে কান্টিনিউয়াস (CPB, Tharmosol, Pad Steam) বা সেমি কন্টিনিউয়াস (Jigger) মেথোডে।  এই দুই ডাইং মেথোডের ভেতরে অনলাইনে সেড চেক করা শুধু মাত্র জিগারে এবং থার্মোসলে,  CPB-Cold Pad Batch Dyeing Machine  তে ডাইং শেষে সেড চেক করার জন্য আমাদের ১২ ঘন্টা রোটেশন এর পর ওয়াস পর্যন্ত অপেক্ষা করতে  হয় এবং ওয়াস করার পর সেড চেক করতে হয় । এখনে আমাদের আফটার ওয়াস সেড চেক  এর জন্য আমরা একটি প্রক্রিয়া ফলো করি আর  সেটি না করলে আমরা প্রপার সেড পাবো না । আর প্রক্রিয়া টি হলো ওয়াস করা ডাইড ফেব্রিক এর ব্যাচার থেকে ২-৩ থান কাপড় কে নামিয়ে দুই থানের জয়েনিং থেকে ১-২ থান ভেতর থেকে একটি ছোট পকেট স্যাম্পল কাটা। কন্টিনিউয়াস ওয়াস মেশিনে ওয়াস এর সময় ব্যাচার এর উপর আর নিচের ১৮৪ মিটার করে কাপড় মেশিনে আটকে থাকে।  ওয়াস শেষে কাপড় ড্রাই হওয়ার পর এই স্থান থেকে স্যাম্পল কাটলে আমরা সে খান থেকে প্রপার সেড বুঝতে পারি না তাই ফিনিশিং করার আগে আমারা এই ভাবে স্যাম্পল কাটলে বলি এটি কমন প্রক্রিয়া। কাপড় নামানো ...

টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর RESUME কেমন হওয়া উচিৎ

Image
লেখক : সাইফুল রোমেন ভাই Resume একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ ‘সারমর্ম’ অর্থাৎ Summery. স্কুলে আমরা সারমর্ম পড়তাম। একটা আট দশ লাইনের লেখাকে দুই তিন লাইনে ফুটিয়ে তোলার নামই সারমর্ম। Resume তে একজন লোকের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সারমর্ম থাকে। সাধারণত নতুন চাকরিতে আবেদনের জন্য Resume দেয়া হয়ে থাকে। রেজিউমিতে একজন লোকের Detail প্রোফাইল দেয়া থাকে না, শুধুমাত্র ঐ নির্দিষ্ট চাকরির জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হাইলাইট করা থাকে। যেমন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি ইয়ার্ণ ডাইং সেকশনে চাকরি করতে চায় তাহলে তার রেজিউমি এমনভাবে তৈরি করতে হবে যাতে চাকরিদাতা সেই লোকের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে চাকরির রিকোয়ারমেন্ট মিল পায়। এই লোকের যদি পুর্বে স্পিনিং এর অভিজ্ঞতা থাকে তাহলে সেটাকে হাইলাইট না করে বরং ডাইং এর অভিজ্ঞতাকে হাইলাইট করতে হবে। আরেকটি উদাহরণ দেই। একজন লোকের মোট দশ বছরের অভিজ্ঞতা। চাকরি জীবনের শুরুতে তিনি কোয়ালিট সেকশনে কাজ করেছেন দুই বছর। এরপরের তিন বছর করেছেন আইই সেকশনে। এরপরে তিনি মার্চেন্ডাইজিং এ চাকরি করেছেন পাঁচ বছর। এখন তিনি যদি এমন কোন প্রতিষ্ঠানে আবেদন করেন যেখানে মার্চেন্ডাইজিং এর উপরে...

ফেব্রিক এর PH টেস্ট এর কিছু বিষয়

Image
ওভেন ফেব্রিক এর PH. টেস্ট। ডাইং এর আগে দেখে নিতে হয় কাপড় এর Ph নয়তো যদি কাপড় এর Ph হাই থাকে তবে কাপড় ডাইং এর কালার স্পট আসবে। ওভেনডাইং ওভেন ডাইং এর ক্ষত্রে কাপড় এর Ph Test করা হয় কারন কাপড় ড্রাই অবস্থায় ডাইং হয়। নীটডাইং নীট কাপড় ডাইং এর ক্ষত্রে কাপড় এর Ph  না দেখে লিকার এর Ph দেখা হয়ে থাকে,  কারন নীট কাপড় ভেজা অবস্থায় ডাইং হয়। উভয় ক্ষত্রে কাপড় এর মিডিয়া নিউট্রাল হওয়া চাই।

ডাইং সেকশনে কম্পিউটার এর কিছু কাজ | Computer In Dyeing Section

Image
ডাইং এ কম্পিউটার এর কাজ: কম্পিউটার এর মেজর কোন কাজ জন্য ডাইং এ ব্যাবহার করা হয় না,  তার পরো কিছু কিছু কাজের ক্ষত্রে কম্পিউটার দরকার হয়,  সে গুলি হলো ১. প্লানিং বা ব্যাচ ডিপার্টমেন্ট এর ডাটা বেজ সংরক্ষন করা। ২. সেন্ট্রাল ERP এর সাথে ডাইংকে যুক্ত করা। ৩. স্পেক্ট্রোফটোমিটার এর ইন্টারফেস এর জন্য বা সফটওয়্যার পরিচালনার জন্য। ৪. ডাইং এর ডাটাবেজ আর রেসিপি ক্যাল্কুলেশন এর ক্ষত্রে কম্পিউটার লাগে। ৬. প্রডাকশন রিপোর্ট করার জন্য, এক্সেল এর কাজের ক্ষত্রে কম্পিউটার । ৭. GM, Management এর টেবিলের কম্পিউটার ঈ মেইল আদান প্রদান এর জন্য বেশিরভাগ সময় ব্যাবহার করা। ৮. অটো ডিসপেন্সার,  অটো কালার মেজারমেন্ট এর জন্য কম্পিউটার দরকার। নোটঃ কম্পিউটার এর কাজ করার ক্ষত্রে এক্সেল এর কাজ জানা খুব জরুরী,  এটি ৯০% কাজের ক্ষত্রে লাগে । স্টুডেন্ট দের এটি শেখার প্রতি জোর দিতে হবে,  তবে হাল্কা পারি এটি এটি বলার চেয়ে না পারাই ভালো ।

প্রিন্ট কাপড় এর রাবিং টেস্ট এর সময় লক্ষনীয় কিছু বিষয়

Image
প্রিন্ট কাপড় এর অনলাইন রাবিং টেস্ট : প্রিন্ট কাপড় কিউরিং করার পর উক্ত কাপড় থেকে রাবিং টেস্ট করে নেয়া হয় আর রাবিং টেস্ট প্রিন্ট কাপড় এর প্রধান ক্রাইটেরিয়া। কিছু বিষয় : ১. রাবিং টেস্ট ট্রায়াল স্যাম্পল চালানোর সময় ল্যাব থেকে তাথখুনিক করিরে নিতে হয়। ২. টেস্ট এর সময় ওয়েট রাবিং, ড্রাই রাবিং উভয় টেস্ট করিয়ে নিতে হয়। ৩. প্রতি টা কালার এর জন্য আলদা আলাদা করে রাবিং করতে হয় কারন প্রিন্টিং পেস্ট প্রতি কালার এর জন্য আলাদা,  মাল্টি কালার হলে আলাদা করে টেস্টিং করুন। ৪. টেস্টে রিপোর্ট দেখা ব্যাতিত প্রডাকশন এর কাপড় চালানো যাবে না। ৫. রাবিং ফেইল করলে পেস্টে বাইন্ডার এর পরিমান বাড়িয়ে দিতে হবে।

প্রিন্ট এর সময় সেচ চেক কারার সময় কাপড়ে চাপ দিয়ে সেড চেক করার কারন জেনে নিন

Image
প্রসেস : কাপড় চাপ দেয়া এই প্রক্রিয়া টি করা হয় প্রিন্টিং এর সময়,  যখন প্রিন্টিং এর জন্য কালার প্রস্তুত করা হয় তখন কালার পেস্ট কাপড় এর ভেতরে দিয়ে দু ভাজ করে চাপ দেয়া হয়,  তার পর কাপড় কে ড্রায়ারে শুকানো হয় তার পর দেখা হয় কাপড় এর সেড ওকে আছে কিনা,  অকে হলে কালার কনফার্ম করা হয়,  আর পকে না হলে এডিশন দিয়ে আবার চাপ দেয়া হয়। ছবিতে টিক মার্ক করা সেড ঠিক আছে আর যেটাতে ক্রস করা আছে সেটা নট ওকে। ওটাতে কালার দিয়ে ওকে করা হয়েছে আবার। প্রিন্টিং এর স্যাম্পল সেকশনে কালার বানানোর সময় এই ভাবে বারে বারে চাপ দিয়ে কালার ওকে বা ম্যাচিং  করা হয় । এই প্রক্রিয়াটি সহজ এতে কাপড় এর অপচয়  কম হয়।

ডাইং এর কালার গোলানোর সময় লক্ষনীয় কিছু বিষয়

Image
কালার গোলানোর সময় লক্ষনীয় কিছু বিষয় : ফেক্টরিতে কালার গোলানোর সময় একটি নির্দেশনা মেনে কালার গোলাতে হয় সেটি হলো,  যদি ডাই কম্বিনেশন এর ভেতরে ব্লাক,  টার্কিশ,  আর স্পেশাল এর পরিমানে বেশি থাকে তখন টেম্পারেচার ৭০ ডিগ্রী করে কালার ডিজলভ করতে হয় আর আর জেনারেল কম্বিনেশন হলে যেমন নেভি,  ইয়োলো, রেড, অরেঞ্জ  থাকলে তা ৫০-৬০  ডিগ্রী তাপমাত্রায় ডিজলভ করতে হয়। এর কারন হলো উপরে ডাইজ গুলির জমাট বাধার প্রবনতা অনেক বেশি । এই গুলি ভালো করে ডিজলভ করে না নিলে আফটার ডাইং কালার এর স্পট আসার প্রবনতা থেকে যায় ডাইজ মিক্সিং টেম্পারেচার :  Blue  R Spl ডাইজ এর মিক্সিং টেম্পারেচার ৫০ ডিগ্রী  ব্লাক টার্কিশ এর মিক্সিং টেম্পারেচার ৮০ ডিগ্রী   রেড, ইয়োলো, নেভি, অরেঞ্জ, ব্রাউন এর মিক্সিং টেম্পারেচার ৬০ ডিগ্রী                                

খাকি কালার এর কিছু বিভ্রাট বিভ্রান্তি

Image
খাকি কালার এর বিভ্রাট স্কুল থাকা কালিন  সময়ে আমরা খাকি কালার বলতে মুলত  ছবিতে আমার আংগুল এর নিচে রাখা কালার কেই বুঝতাম,  আর ফেক্টরির বিষয়  পুরো উল্টো আমরা খাকি কালার বলতে বেইজ কালার কে এখন বুঝি। আর অলিভ গ্রিন টাইপ এর কালার আমাদের ফেক্টরিতে খাকি নামে পরিচিত । এটি আমাদের ক্রিটিকাল কালার,  এর টোন কখনোই আপনার ধারনা অনুযায়ী মিলাতে পারবেন না,  হয় কিছু সর্ট বা কিছু আপ হয়ে যায় যেমন মাঝে মাঝে  রেডিশ,  মাঝে মাঝে ইয়োলিশ হয়ে যায়।  এটি মেলানো খুবি কস্টকর  ।  বেইজ কালার করা মোটামুটি সহজ।

ফেব্রিক GSM নিয়ে কিছু কথা

Image
টেক্সটাইলীয় ধরনা : GSM ১. টেক্সটাইলে নীট কাপড় কে কেজি হিসেবে কেনা হয় আর ওভেন কাপড় কে গজে কেনা। (সঠিক) ২. GSM শুধু মাত্র নীটে মাপা হয় ওভেন কাপড় এর  GSM মাপা হয় না।  ইদানীংকালে আমাদের বায়াররা কাপড় এর জন্য GSM এর লিমিট ধরিয়ে দিচ্ছেন। ৩. ওভেন কাপড় এর বডি বা সেল কাপড় এর GSM চেক করেন বায়ার পকেটিং এর কাপড় বা কন্ট্রাস্ট কাপড় এর GSM চেক করেন না। ৪.  GSM টলারেন্স +-৫ এটাই স্টেন্ডার্ড কিন্তু প্রডাকশনে  আমরা +-১০ পর্যন্ত আমরা ডেলিভারি দেই নীট ও ওভেন উভয়ের জন্য। ৫. ফিজিক্যাল প্রপার্টির মধ্যে Shrinkage এর পর  GSM সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৬. নীট এবং ওভেন উভয়ের Width কমাইয়া Length এ ওভার ফিড দিলে GSM এমন বাড়ে। ৭. কাপড় রিলাক্সয়ে রাখলে বা ঠান্ডা করলে GSM বাড়ে। ৮. ওভেন কাপড় এর GSM বাড়াইতে কাপড় কে সানফোরাইজ করে দিতে হয়। ফুল স্টিম দিলে GSM বেশি বাড়ে। ৯. টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ওভেন কাপড় এর কন্সট্রাকশন আর নীট এর স্টিচ লেন্থ দেখে GSM বের করে জানতে হবে।  ফেব্রিক এর ভাইবায় কমন প্রশ্ন এটি। ১০. নীট কাপড় এর GSM বায়ার Required GSM এর চেয়ে বেশি  হয়ে গেলে এর জন্য বেশি  কাপড় দিতে হয়...

ফেক্টরির টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর রেস্পসিবিলিটি কি, জেনে নিন

Image
Duty and Responsibilities of a Textile Engineer as a Production officer SIFAT টেক্সটাইলের প্রথম পর্ব (বা লেভেল) থেকে শুরু করে চতুর্থ পর্ব পর্যন্ত প্রায় কোন  ছাত্র-ছাত্রীই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ কি সে সম্পর্কে তেমন কিছু জানে না। এ  জন্য অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এ সম্পর্কে লেখার, কিন্তু আমি নিজেও বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না, গত কালই এ বিষয়ে প্রয়োজনীয় information পাই। টেক্সটাইলের ছাত্রদের চাকরি জীবন শুরু হয় Production officer or Assistant Production officer হিসাবে। তাই Assistant Production officer  এবং Production officer  কাজের বর্ননা দেওয়া হলঃ সহকারী প্রডাকশন অফিসারের কাজঃ ( Tasks of an Assistant Production officer): ১.প্রডাকশন অফিসারের কাছ থেকে  Knit card  (মেশিনের rpm, stitch length ,count of yarn, color of fabric, buyer name, Machine Diameter & gauge etc সম্বলিত কার্ড)  সংগ্রহ করা এবং সে অনুসারে উৎপাদনের জন্য উপযুক্ত ব্যাবস্থা নেওয়া। ২. Technical Department ও Quality Department এর সমন্বয় সাধন। (এখানে একটি কথা বলা  প্রয়োজন যে টে...

কি ভাবে কাপড় এর GSM বাড়ানো যায়, এর উপায় জেনে রাখুন

Image
প্রশ্ন কি ভাবে কাপড় এর GSM  বাড়ানো যায় ??? উত্তর : ১. স্টেনটার:  কাপড় এর লেন্থ এর ওভার ফিড দিয়ে চেইনে Width কমাইয়া দিলে কাপড় GSM বাড়ে। ২. কম্পেক্টর : ফুল স্টিম আর ফুল প্রেশার দিয়ে কম্পেকশন করতে হবে তা হলে GSM বাড়বে। ৩. ট্রাম্বেল ড্রায়ার : ট্রাম্বেল ড্রায়ারে কাপড় কে ভিজিয়ে ড্রাই করলে  GSM  বাড়ে। অন্য কিছু প্রসেস আছে যেমন : ১. প্রিন্টিং করলে ২. ব্রাশিং করলে ৩. সুইডিং করলে

টি-শার্টের বিজনেস প্লান | Business Plan For T shirt

Image
Business Plan For T shirt টি-শার্ট ব্যবসা - কিভাবে শুরু করবেন আর কি কি করতে হবে? এই ব্যবসা এ নামতে হলে চোখ কান খোলা রাখবেন। ৩ ভাবে শুরু করতে পারেন এই ব্যবসা । ভয় পাবেন না । ১. স্টক এর বানানো টিশার্ট কিনে তাতে প্রিন্ট করিয়েঃ এ ক্ষেত্রে যা করা হয় তা হল, সলিড বা এক রঙের টিশার্ট কিনে নেয়া হয় কম দামে। অল্প টাকায় অনেক পাওয়া যায়। তারপর একটা প্রিন্টিং কারখানায় নিয়ে গিয়ে তাতে প্রিন্ট বশিয়ে আয়রন আর প্যাকিং করে নিলেই তৈরী। এক্ষেত্রে সুবিধাঃ * সহজে প্রাপ্যতা * কম সময়ে পণ্য তৈরী * দাম কম হওয়াতে অনেক টিশার্ট কেনা যায় এক্ষেত্রে অসুবিধাঃ * কাপড় মান সম্পন্ন হয় না * অনেক ক্ষেত্রে অতিরিক্ত সেলাই খরচ পোষাতে হয়। * ধোয়ার পর কাপড়ের রঙ উঠে * কাপড় হতে ভুশকী ঊঠে * রঙ জ্বলে যায় * সাইজ ট্যাগ ভুল থাকে এই ক্ষেত্রে আমার মতামতঃ এই কাজ থেকে দূরে থাকুন। এই মানের পণ্য নিয়ে ব্রান্ডিং করা সম্ভব না। কাস্টমার ফিরে ও তাকাবে না ২য় বার। ২. টিশার্ট নিজে বানিয়ে তারপর প্রিন্ট করেঃ এক্ষেত্রে যা যা করতে হয় তা নিচে সঙ্কখেপে বরণনা দেয়া হলোঃ একটা সুষ্ঠ পরিকল্পনাঃ প্রথমে দরকার একটি সুষ্ঠ পরিকল্পনা। এ সময়...

Weft Straightning Device অথবা Weft Straightner কি এবং কেনো ব্যাবহার করা হয় তা জেনে নিন

Image
Weft Straightning Device  /  Weft Straightner  কিঃ স্টেনটার এর প্যাডিং জোন এর পর কাপড় এর স্কিউ, বোইং কন্ট্রোল এর জন্য একটি ডিভাইস ব্যাবহার করা হয় একে ওয়েফট স্ট্রেইটেনার বলা হয়। কিছু তথ্যঃ ১. এটি অক্সোলারি ডিভাইস,  এটি কাপড় এর কোয়ালিটির ইম্প্রুভ করার জন্য লাগায়। ২. ওয়েফট স্ট্রেইটেনার এর দুটি বিখ্যাত ব্রেন্ড আছে নাম: মাহালো,  বিয়ানকো। ৩. এটি ইয়ার্ন ডাইং কাপড়,  আর প্রিন্টিং করা কাপড় চালানোর সময় বেশি ব্যাবহার করা হয়। ৪. এর ভেতরে সেন্সর আছে যা কাপড় এর বোইং বা স্কিউনেস ডিটেক্ট করে পরে বোইং রোলার প্রেসার আর ফিডিং কন্ট্রোল করে  কাপড় এর বোইং ঠিক করে। ৫. সেন্সর গুলি কাপড় এর বোইংকে ডিগ্রীতে কনভার্ট করে মনিটরে লেফট এবং রাইটে কতো টুকো তা শো করে। ৬. ফেক্টরির লোকরা একে মাহালো বলে পরিচয়  দেয়। ৭. মেক্সিমাম ফেক্টরির এই ডিভাইস নস্ট থাকে। ৮. কম্পেক্টিং এর  সময় চেইন যুক্ত ওপেন কম্পেক্টর এর আগে এটি লাগানো হয়।

ইয়ার্ন ডাইং এর কস্টিং জেনে নিন

Image
ইয়ার্ন ডাইং এর কস্টিং কেজি প্রতি ইয়ার্ন এর কস্ট ১. কালারঃ স্টেন্ডার্ড হোয়াইট / ব্লিচ ফিনিশিং রেইট ডলারে : 1.00$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 0:80 $ ২. কালারঃ লাইট কালার  সেড % এর রেঞ্জ : (  Up to 0.5% ) রেইট ডলারে : 1.55$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 1:35 $ ৩. কালারঃ মিডিয়াম  সেড % এর রেঞ্জ : ( 0.51% to 1.5% ) রেইট ডলারে : 1.7$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 1:55 $ ৪.  কালারঃ ডার্ক   সেড % এর রেঞ্জ : ( 1.51% to 3% ) রেইট ডলারে : 2.4$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 2:15 $ ৫.  কালারঃ স্পেশাল /এক্সট্রা ডার্ক  সেড % এর রেঞ্জ : (  Above  3.01% ) রেইট ডলারে : 2.6$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 2:3 $ নোট : তবে ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার হলে সেড অনুযায়ী দাম বেশি হতে পারে,  কারন ফ্লোরোসেন্ট একমাত্র কালার যার রেইট কালার ডেভলমেন্ট করার আগ পর্যন্ত বলা যায় না। মার্সারাইজেশন এর রিকোয়ারমেন্ট থাকলে ডাইং এর সাথে কেজি প্রতি মার্সারাইজেশন এর কস্ট এড হবে।

মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা | Job prospect at Marchandisng section

Image
Job prospect at Marchandisng section :  বেতনসীমা :১২০০০ থেকে ১,৫০,০০০  প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট মার্চেনডাইজার প্রারম্ভিক বেতন : ১২,০০০ থেকে ১৫,০০০ (মেক্সিমাম  স্টার্টটি স্যালাারি ৫০-৬০   শিক্ষানবিস কাল : ৬ মাস ম্যানেজার হতে সময় লাগে : ৪ বছর সর্বোচ্চ পোস্ট : ডিরেক্টর ( মাল্টিন্যাশনাল ) সর্বোচ্চ বেতন : ৩,৫০,০০০ চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক বেশি নিজেকে মেলে ধরার সুযোগ : সবচেয়ে বেশী কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : অনেক বেশি,যেকোন অর্ডারের সমুদয় দাযিত্ব তার উপরই থাকে কাজের স্বীকৃতি : সহজেই পাওয়া যায় চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী কম, প্রতিযোগিতা অনেক অনেক বেশী,বেশীরভাগই ননটেক অফিসিয়াল কাজ : ৫০ % হাতেকলমে কাজ : ১০ % ম্যানেজারিয়াল কাজ : ৪০ % কর্মক্ষেত্রের দূরত্ব : ঢাকার ভেতরে ও বাইরে , ২৫ থেকে ৮০ কি মি পর্যন্ত কাজের স্বাধীনতা : একাকী কাজ করতে হয় কাজের চাপ : তুলনামূলক অনেক বেশী,সারাক্ষন সতর্ক থাকা লাগে কাজের ঝুঁকি : অনেক বেশী,কারণ প্রোডাকশন ও শিডিউল মেলানোই মূল চ্যালেন্জ কাজের জবাবদিহীতা : অনেক বেশী,যেকোন সমস্যায় মালিককে ফেস করতে ...