টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর RESUME কেমন হওয়া উচিৎ
লেখক: সাইফুল রোমেন ভাই
Resume একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ ‘সারমর্ম’ অর্থাৎ Summery. স্কুলে আমরা সারমর্ম পড়তাম। একটা আট দশ লাইনের লেখাকে দুই তিন লাইনে ফুটিয়ে তোলার নামই সারমর্ম।
Resume তে একজন লোকের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সারমর্ম থাকে। সাধারণত নতুন চাকরিতে আবেদনের জন্য Resume দেয়া হয়ে থাকে। রেজিউমিতে একজন লোকের Detail প্রোফাইল দেয়া থাকে না, শুধুমাত্র ঐ নির্দিষ্ট চাকরির জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হাইলাইট করা থাকে।
Resume তে একজন লোকের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সারমর্ম থাকে। সাধারণত নতুন চাকরিতে আবেদনের জন্য Resume দেয়া হয়ে থাকে। রেজিউমিতে একজন লোকের Detail প্রোফাইল দেয়া থাকে না, শুধুমাত্র ঐ নির্দিষ্ট চাকরির জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হাইলাইট করা থাকে।
যেমন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি ইয়ার্ণ ডাইং সেকশনে চাকরি করতে চায় তাহলে তার রেজিউমি এমনভাবে তৈরি করতে হবে যাতে চাকরিদাতা সেই লোকের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে চাকরির রিকোয়ারমেন্ট মিল পায়। এই লোকের যদি পুর্বে স্পিনিং এর অভিজ্ঞতা থাকে তাহলে সেটাকে হাইলাইট না করে বরং ডাইং এর অভিজ্ঞতাকে হাইলাইট করতে হবে।
আরেকটি উদাহরণ দেই। একজন লোকের মোট দশ বছরের অভিজ্ঞতা। চাকরি জীবনের শুরুতে তিনি কোয়ালিট সেকশনে কাজ করেছেন দুই বছর। এরপরের তিন বছর করেছেন আইই সেকশনে। এরপরে তিনি মার্চেন্ডাইজিং এ চাকরি করেছেন পাঁচ বছর। এখন তিনি যদি এমন কোন প্রতিষ্ঠানে আবেদন করেন যেখানে মার্চেন্ডাইজিং এর উপরেই দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে তাহলে ওনার Resume টাকে এমনভাবে কাস্টমাইজ করতে হবে যাতে চাকরিদাতা তার রিকোয়ার্মেন্টের কাছাকাছি মিল পায়।
উপরে বর্ণিত লোকের চাকরি জীবন শুরু হয়েছে কোয়ালিট সেকশনে। কোয়ালিট সেকশন অনেক বড় সেকশন যার সাথে মার্চেন্ডাইজিং এর অনেক কিছু জড়িত। সেক্ষেত্রে ওনাকে কোয়ালিটি সেকশনের অভিজ্ঞতার ডিটেইলস এ সেই কাজগুলোকে হাইলাইট করতে হবে। যেমন, সাম্পল ফলো আপ ফ্রম আর্ডার টু ডেলিভারী, ট্রিমস চেক আপ, অন টাইম স্যাম্পল ডেলিভারী এরকম অনেকগুলো কাজ রয়েছে। এছাড়া প্রোডাকশনের সময় কোয়ালিটি সেকশনের সাথে মার্চেন্ডাইজিং এর অনেক ধরনের কাজ থাকে সেগুলোকেও হাইলাইট করতে হবে
একটা Resume সাধারণত দুই পাতার মধ্যে হলে বেশি ভাল হয়। বড় হলে পড়তে বিরক্ত লাগে, তখন অনেকেই পড়ে না।
Comments
Post a Comment