মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements
মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি
১. বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের Most Expected job হলো মার্চেন্ডাইজিং।
২. মার্চেন্ডাজিং নন টেকনিক্যাল জব, এটি পিউর টেক্সটাইল এর আওতাভুক্ত নয়।
৩. ফেক্টরির সবচেয়ে দাপুটে চাকুরী তাদের এবং তাদের পরপরি আছে মার্কেটিং।
৪. এরা অর্ডার এক্সিকিউশন টু ডেলিভারি টোটাল ফলোয়াপ করে।
৫. পোস্ট ট্রেইনি মার্চেন্ডাইজার দিয়ে শুরু।
৬. জুনিয়র মার্চেন্ডাইজার মার্চেন্ডাজিং গ্রুপ এর অলিখিত পিয়ন । তার দৌড়া দোউড়ি সবচেয়ে বেশি করতে হয়।
৭. মার্চেন্ডাজিং এ টিম এবং বায়ার ভিত্তিক কাজ করতে হয়।
৮. যার বায়ার ভালো মার্কেটে তার ডিমান্ড ভালো, যেমন আপনি যদি H&M Expart হন তবে অন্য ফেক্টরি আপনাকে এই বায়ার দেখার জন্য ডেকে নেবে।
৯. পদবী :
মার্চেন্ডাজিং ম্যানেজার &; সিনিয়র মার্চেন্ডাইজার > মার্চেন্ডাইজার > এসিসটেন্ট মার্চেন্ডাইজার & ট্রেইনি মার্চেন্ডাইজার।
মার্চেন্ডাজিং ম্যানেজার &; সিনিয়র মার্চেন্ডাইজার > মার্চেন্ডাইজার > এসিসটেন্ট মার্চেন্ডাইজার & ট্রেইনি মার্চেন্ডাইজার।
১০. ফেক্টরির মার্চেন্ডাইজার রা দুই ভাগে বিভক্ত একদল বসে হেড অফিসে বসে আরেক দল ফেক্টরিতে বসে।
১১. ফেক্টরির মার্চেন্ডাজিং জবকে সরকারী জব জব বলে গন্য করা হয়।
১২. ফেক্টরির মার্চেন্ডাজিং জবের জন্য আপনার টেকনিক্যাল জ্ঞান থাকুক না না থাকুক আপনার ইংরেজি দক্ষতা, কম্পিউটার দক্ষতা, ইমেইল এর দক্ষতা ১০০-১০০ থাকা চাই।
১৩. ফেক্টরির প্রচলিত কথা অনুযায়ী মার্চেন্ডাইজার দের আত্নীয়দের জামা কাপড় এর অভাব হয় না।
১৪. মার্চেন্ডাইজার দের বাড়তি ইনকাম সোর্স হলো ফেক্টরির প্রডাক্ট, আর বিভিন্ন সাপ্লাইয়াদের কাছ থেকে পাওয়া সম্মানী। মার্চেন্ডাইজার দের কাছে সাপ্লাইয়ার বাছাই করার অপশন থাকে।
১৫. মার্চেন্ডাইজার দের সেড এবং কোয়ালিটির ব্যাপারে সচেতন থাকতে হয়।
১৬. ফেক্টরি মার্চেন্ডাইজাররা হেড অফিস মার্চেন্ডাইজার দের তুলনায় দ্রুত কাজ শেখে।
১৭. মার্চেন্ডাইজার দের জন্য সপ্নের জব হলো ফরেন বাইং হাউস এর জব ।
১৮. মার্চেন্ডাজিংয়ে ভালো করে নন টেকনিক্যাল লোক কারন তাদের ধর্য আছে।
১৯. মার্চেন্ডাইজার গন ফেক্টরির ট্রান্সপোর্ট, নাস্তা, ডরমিটরি পায়।
২০. ফোনে প্যাঁচাল পাড়ার অভ্যাস থাকলে আপনি মার্চেন্ডাইজার হিসেবে ফিট কারন মার্চেন্ডাইজার দের দিনের অর্ধেক সময় ফোনে আর ইমেইলে পার করে দিতে হয়।
২১. মার্চেন্ডাজিং এর জন্য ফেক্টরির প্রিফারেবল মেজর হলো গার্মেন্টস।
২২. একটু রুক্ষ মেজার এর লোক ভালো মার্চেন্ডাইজার হতে পারেন।
২৩. ডাইং এর জন্য ডাইং জানা যথেষ্ট, গার্মেন্টস এর জন্য গার্মেন্টস জানা যথেষ্ট, ফেব্রিক এর জন্য ফেব্রিক জানা যথেষ্ট কিন্ত আপনি যদি মার্চেন্ডাইজার হতে চান তবে আপনাকে পুরু টেক্সটাইল জানাতে হবে।
২৪. ফরেন বাইং হাউসে জব এর জন্য আপনাকে ৩ বছর এর ফেক্টরির অভিজ্ঞতা লাগবে।
২৫. মার্চেন্ডাজিং এর ঢুকতে হলে আগে প্রডাকশন বা কোয়ালিটিতে জব করুন এতে আপনার কাজ বুঝতে সুবিধে হবে।
২৬. শিপমেন্ট এর সময় ডিউটি ডিউরেশন না, জব টার্গেট বেসিস কাজ থাকলে করতে হবে মাপ নেই।
২৭. মার্চেন্ডাজিং জব জেনারেল শিফট এতে শিফটিং নেই।
Comments
Post a Comment