ফেক্টরির টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর রেস্পসিবিলিটি কি, জেনে নিন

Duty and Responsibilities of a Textile Engineer as a Production officer
SIFAT

টেক্সটাইলের প্রথম পর্ব (বা লেভেল) থেকে শুরু করে চতুর্থ পর্ব পর্যন্ত প্রায় কোন  ছাত্র-ছাত্রীই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ কি সে সম্পর্কে তেমন কিছু জানে না। এ  জন্য অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এ সম্পর্কে লেখার, কিন্তু আমি নিজেও বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না, গত কালই এ বিষয়ে প্রয়োজনীয় information পাই।

টেক্সটাইলের ছাত্রদের চাকরি জীবন শুরু হয় Production officer or Assistant Production officer হিসাবে। তাই Assistant Production officer  এবং Production officer  কাজের বর্ননা দেওয়া হলঃ

সহকারী প্রডাকশন অফিসারের কাজঃ ( Tasks of an Assistant Production officer):

১.প্রডাকশন অফিসারের কাছ থেকে  Knit card  (মেশিনের rpm, stitch length ,count of yarn, color of fabric, buyer name, Machine Diameter & gauge etc সম্বলিত কার্ড)  সংগ্রহ করা এবং সে অনুসারে উৎপাদনের জন্য উপযুক্ত ব্যাবস্থা নেওয়া।

২. Technical Department ও Quality Department এর সমন্বয় সাধন। (এখানে একটি কথা বলা 

প্রয়োজন যে টেক্সটাইল মিলে প্রধানত production related ৩ টি Department  আছে সেগুলো হলঃ




1.     Production Department

2.     Maintenance also known as Technical department

3.     Quality Assurance Department )

৩. প্রডাকশন রিপোর্ট তৈরী করা।

৪. প্রত্যেক মেশিনের Capacity র  বিপরীতে উৎপাদন যাচাই করা। (অর্থাৎ Efficiency follow up করা)

৫. টেকনিক্যাল ডিপার্টমেন্টের Fitter man, Needle man কোয়ালিটি ডিপার্টমেন্টের Quality supervisor, Helper দের নিয়ন্ত্রন করা।

৬.সুপারভাইজারের দেওয়া মেশিনের টার্গেট প্রডাকশন ও অনান্য তথ্য যাচাই করে দেখা।

৭.নতুন প্রডাটের উৎপাদন শুরু হলে তার খোজখবর নেওয়া।



প্রডাকশন অফিসারের কাজঃ ( Tasks of a Production Officer):

১.Manager or Assistant manager এর কাছ থেকে বিভিন্ন নিটিং প্রোগ্রাম  সংগ্রহ করা।

২. Time of Delivery, Order balance অনুসারে সুতা ও মেশিন Arrange করা

৩. Quality fabric production এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

৪. Worker management করা & ফ্লোরের দেখভাল করা।

৫. Maximum production efficiency পাবার জন্য Production, Technical & Quality department কে পরিকল্পিত ভাবে সাজান।

৬. Monthly production target অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।  ইত্যাদি
(এখানে শুধুমাত্র অধিকতর গুরুত্বপূর্ন কাজ গুলো আলচিত হয়েছে।)

Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements