Weft Straightning Device অথবা Weft Straightner কি এবং কেনো ব্যাবহার করা হয় তা জেনে নিন
Weft Straightning Device / Weft Straightner কিঃ
স্টেনটার এর প্যাডিং জোন এর পর কাপড় এর স্কিউ, বোইং কন্ট্রোল এর জন্য একটি ডিভাইস ব্যাবহার করা হয় একে ওয়েফট স্ট্রেইটেনার বলা হয়।
কিছু তথ্যঃ
১. এটি অক্সোলারি ডিভাইস, এটি কাপড় এর কোয়ালিটির ইম্প্রুভ করার জন্য লাগায়।
২. ওয়েফট স্ট্রেইটেনার এর দুটি বিখ্যাত ব্রেন্ড আছে নাম: মাহালো, বিয়ানকো।
৩. এটি ইয়ার্ন ডাইং কাপড়, আর প্রিন্টিং করা কাপড় চালানোর সময় বেশি ব্যাবহার করা হয়।
৪. এর ভেতরে সেন্সর আছে যা কাপড় এর বোইং বা স্কিউনেস ডিটেক্ট করে পরে বোইং রোলার প্রেসার আর ফিডিং কন্ট্রোল করে কাপড় এর বোইং ঠিক করে।
৫. সেন্সর গুলি কাপড় এর বোইংকে ডিগ্রীতে কনভার্ট করে মনিটরে লেফট এবং রাইটে কতো টুকো তা শো করে।
৬. ফেক্টরির লোকরা একে মাহালো বলে পরিচয় দেয়।
৭. মেক্সিমাম ফেক্টরির এই ডিভাইস নস্ট থাকে।
৮. কম্পেক্টিং এর সময় চেইন যুক্ত ওপেন কম্পেক্টর এর আগে এটি লাগানো হয়।
Comments
Post a Comment