টেক্সটাইল এর মার্কেটিং এর জব ভালো নাকি মার্চেন্ডাজিং এর জব ভালো ?
মার্কেটিং Vs মার্চেন্ডাজিং
টেক্সটাইল জব এর ভেতরে এই দুই বিভাগ এখন চাকুরীর বাজারে চাহিদার শীর্ষস্থানীয় অবস্থানে আছে।
আসুন জেনে নেয়া যাক এদের খুঁটিনাটি
টেক্সটাইল মার্চেন্ডাজিং জব
১. ক্ষমতা ব্যাপক।
২. চাকুরীর টাইম লিমিট নাই।
৩. রেস্পসিবিলিটি অনেক।
৪. বেতন নির্দস্ট ।
৫. উপরি কামাই কম।
৬. উপরি কামাই এর সোর্স হলো একসেসরিস সাপ্লাইয়ার, ফেব্রিক , ডাইং ডিপার্টমেন্ট।
৭. ট্রান্সপোর্ট ফ্রি।
৮. ফেক্টরির গার্মেন্টস দে দারসে নিজের বাসায় এর নিতে পারেন।
টেক্সটাইল মার্কেটিং জব
১. মার্কেটিং জব গুলি টার্গেট ভিত্তিক।
২. কাজের চাপ এবং হয়রানি কম।
৩. মুল কাজ ওর্ডার কালেক্ট করা, বায়ার কালেক্ট করা।
৪. রেস্পন্সিবিলিটি কম।
৫. টার্গেট ফিলাপের উপর কমিশন আছে।
৬. সেলারির চেয়ে কমিশন বেশি।
৭. ফেব্রিক মার্কেটিং, ক্যামিকেল মার্কেটিং, মেশিন মার্কেটিং ভালো।
৮. বিদেশে ভ্রমন এর সুযোগ আছে।
৯. হাতে বায়ার বা ক্লায়েন্ট থাকলে ভালো ভ্যালু পাওয়া যায়।
১০. মার্কেটিং এর লোক জন ডাইং, নিটিং, উইভিং,প্রিন্টিং এর কাজ গুলি সাব কন্ট্রাক্ট এর কাজ গুলি করায় বার এর জন্য পার্টি সংগ্রহ করে।
১১. শেষ বয়সে এরা ফেব্রিক সাপ্লাইয়ার হিসেবে কাজ করে।
১২. সবচেয়ে বেশি উপরি ইনকাম মার্কেটিং জবে, মালিক জেনেও চুপ থাকে কারন তাদের আনা অর্ডারে কোম্পানি চলে। তাই তাদের এর অলিখিত সুযোগ দেয়া হয়। সুবিধে একটাই তাদের খাওয়ার লোভে তারা বেশি বেশি অর্ডার আনে আর এতে কোম্পানি লাভবান হয়।
নোট:
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মার্কেটিং সমর্থন করি কারন বেশির ভাগ মার্কেটিং এ জব করা লোকের নিজের ফেক্টরি আছে বা নিজের ব্যাবসা আছে। কিন্তু মার্চেন্ডাইজার এর জব যতো দিন আছে টাকাও ততোদিন আর জব নাই টাকাও নাই।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মার্কেটিং সমর্থন করি কারন বেশির ভাগ মার্কেটিং এ জব করা লোকের নিজের ফেক্টরি আছে বা নিজের ব্যাবসা আছে। কিন্তু মার্চেন্ডাইজার এর জব যতো দিন আছে টাকাও ততোদিন আর জব নাই টাকাও নাই।
Comments
Post a Comment