কি ভাবে কাপড় এর GSM বাড়ানো যায়, এর উপায় জেনে রাখুন
প্রশ্ন কি ভাবে কাপড় এর GSM বাড়ানো যায় ???
উত্তর:
১. স্টেনটার:
কাপড় এর লেন্থ এর ওভার ফিড দিয়ে চেইনে Width কমাইয়া দিলে কাপড় GSM বাড়ে।
কাপড় এর লেন্থ এর ওভার ফিড দিয়ে চেইনে Width কমাইয়া দিলে কাপড় GSM বাড়ে।
২. কম্পেক্টর :
ফুল স্টিম আর ফুল প্রেশার দিয়ে কম্পেকশন করতে হবে তা হলে GSM বাড়বে।
ফুল স্টিম আর ফুল প্রেশার দিয়ে কম্পেকশন করতে হবে তা হলে GSM বাড়বে।
৩. ট্রাম্বেল ড্রায়ার :
ট্রাম্বেল ড্রায়ারে কাপড় কে ভিজিয়ে ড্রাই করলে GSM বাড়ে।
ট্রাম্বেল ড্রায়ারে কাপড় কে ভিজিয়ে ড্রাই করলে GSM বাড়ে।
অন্য কিছু প্রসেস আছে যেমন :
১. প্রিন্টিং করলে
২. ব্রাশিং করলে
৩. সুইডিং করলে
১. প্রিন্টিং করলে
২. ব্রাশিং করলে
৩. সুইডিং করলে
Comments
Post a Comment