প্রিন্ট এর সময় সেচ চেক কারার সময় কাপড়ে চাপ দিয়ে সেড চেক করার কারন জেনে নিন
প্রসেস : কাপড় চাপ দেয়া
এই প্রক্রিয়া টি করা হয় প্রিন্টিং এর সময়, যখন প্রিন্টিং এর জন্য কালার প্রস্তুত করা হয় তখন কালার পেস্ট কাপড় এর ভেতরে দিয়ে দু ভাজ করে চাপ দেয়া হয়, তার পর কাপড় কে ড্রায়ারে শুকানো হয় তার পর দেখা হয় কাপড় এর সেড ওকে আছে কিনা, অকে হলে কালার কনফার্ম করা হয়, আর পকে না হলে এডিশন দিয়ে আবার চাপ দেয়া হয়।
ছবিতে
টিক মার্ক করা সেড ঠিক আছে আর যেটাতে ক্রস করা আছে সেটা নট ওকে। ওটাতে কালার দিয়ে ওকে করা হয়েছে আবার।
প্রিন্টিং এর স্যাম্পল সেকশনে কালার বানানোর সময় এই ভাবে বারে বারে চাপ দিয়ে কালার ওকে বা ম্যাচিং করা হয় । এই প্রক্রিয়াটি সহজ এতে কাপড় এর অপচয় কম হয়।
Comments
Post a Comment