ওভেন ডাইং উইভিং এর ফিউচার কেমন ??
প্রশ্ন: ওভেন ডাইং উইভিং এর ফিউচার কেমন !!!
যদিও আমার সেক্টর ওভেন, আমি কোন সেক্টর কে খারাপ বলি না কারন আমরা আমাদের সেক্টর এর ক্রিয়েটর তাই এর ভালো মন্দ আমাদের লাইফ স্টাইল বা রুচির উপর নির্ভর করে। আগে নীট এর চাহিদা ব্যাপক এখন কালের বিবর্তনে। স্টুডেন্ট লাইফে স্যার দের নিকট ওভেন ডাইং আর উইভিং এর প্রতি অনাস্থা আর অনিহার কথা শুনতাম, যার ফলে এখনো স্টুডেন্টরা জব করার পর ও তাদের ক্যারিয়ার নিয়ে শংকিত থাকে।
আমি আমার সেক্টরের আত্ন পক্ষ সমর্থনে কিছু পয়েন্ট তুলে ধরছি যারা উইভিং আর ওভেন ডাইং এর শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রেরনার জন্যঃ
১. আমাদের টেক্সটাইল এর উদিয়মান খাত হিসেবে ধরা হয় ওভেন ডাইং কে।
২. ওভেন ডাইং এর ওয়েস্টেজ এবং ফল্ট এর পরিমান অন্য যেকোন ডাইং এর তুলনায় কম।
৩. গার্মেন্টস ওয়াস চালু হওয়ার পর ওভেন এর ব্যাবহার ব্যাপক হারে বেড়েছে কারন আগে ওভেন ফেব্রিক তার স্টিফিনেস প্রোপার্টি এর কারনে মানুষ পরতো না, নানা ধরনের ফিনিশিং প্রসেস ওভেন এর চাহিদা বাড়িয়েছে।
৪. সবাই জনেন এখন ৯৫% লোক এখন ডেনিম পেন্ট পড়ছেন, শার্ট ও চালু হয়েছে এখন আমাদের দেশে এখন নতুন নতুন অনেক ডেনিম কারখানা খুলেছে যা উইভিং এবং ডাইং এর সাথে সম্প্রিক্ত।
৫. থ্রি কোয়াটার, গেবার্ডিন ছাড়া আপনাদের চলেই না, আর এটি ওভেন প্রডাক্ট এর জন্য ওভেন ডাইং এবং উইভিং দরকার ।
৬. বাংলাদেশে BGMEA, BTMEA এর তালিকায় দেখলে দেখা যাবে ওভেন বা ওভেন ডাইং এর ফেক্টরির পরিমান এর সাথে নীট এর পরিমান প্রায় সমান।
৭. আমাদের এডুকেশন সিস্টেম নীট বেইজইড তাই সবাই নীট আর ধারনা ভালো হলেও ওভেন, উইভিং এর এক্সপার্ট স্যার এর পরিমান মুস্টিমেয়, তারা দোষ ঢাকার জন্য ওভেন এর উপর নানা ধরনের নেগিটিভ ব্রেন্ডিং করতে থাকেন।
৮. গ্রুপ ফেক্টরি গুলির যাদের নীট ডাইং আছে তারা এখন ঝুঁকছেন ইয়ার্ন এবং ওভেন ডাইং এর উপর। কারন এটিতে লাভ তুলনামুলক ভাবে বেশি ।
৯. নীট সেক্টর সেচুরেটেড, কিন্তু ওভেনে এখনো যথেষ্ট টেকনিক্যাল ম্যান পাওয়া দায়।
১০. নতুন ফেক্টরির করলে ১০ এর ভেতরে ৪ টা ওভেন, দুইটা ইয়ার্ন ডাইং ৪ এবং বাকি গুলি নীট ডাইং এর ফেক্টরি।
১১. নীট এর প্রডাক্ট এর তুলনায় ওভেন অনেক ভিউরাবল তাই ওভেন প্রডাক্ট এর চাহিদা বাড়ছে।
নোট:
ওভেন ডাইং বা উইভিং এক মাত্র ফেকাল্টিদের কাছে খারাপ অন্য কেও খারাপ বলে না, আর ফেকাল্টিদের সচেতনতা জরুরী তাদের কারনে ছেলে মেয়ে গুলি এই বিষয় গুলিতে অজ্ঞ থেকে যায়।
Comments
Post a Comment