টেক্সটাইল পারপাসে কাস্টিক বা NaOH এর ব্যাবহার কি জেনে নিন

কাস্টিক / সোডিয়াম হাইড্রোঅক্সাইড/ NaOH

 যদি জিজ্ঞেস করেন কোন ক্যামিকেল আপনার ভালো লাগে ডাইং এর ভেতর 
আমি বলবো কস্টিক NaOH কারন এই ক্যামিকেল এমন কোন বিপদ নেই যেখানে আমাকে উদ্ধার করে নি। আর এমন কোন ডাইং প্রসেস নাই যে কস্টিক ব্যাবহার না করি :

১.স্কাওরিং
২.মার্সারাইজিং
৩.দাগ তোলা
৪.কাপড় কে লাইট করা
৫.স্ট্রিপিং করা
৬. সেড ডিপ করা

কিছু তথ্য জেনে নিন :

১. কাস্টিক সোডা এর ব্যাবহার সবচেয়ে বেশি হয় ওভেন ডাইং এ।

২. নীট ডাইং এ কাস্টিক সোডা ব্যাবহার করা হয় স্কাওরিং, ব্লিচিং আর ডার্কার সেড ডাইং এর জন্য।

৩. কাস্টিক সোডা ঘনত্ব প্রকাশ এর ইউনিট হলো বুম বা টয়েডাল।

৪. ওভেন ডাইং এর জন্য ৩৬* বুম এর কাস্টিক সোডা ব্যাবহার করা হয়









৫. মার্সারাইজেশন এর জন্য ব্যাবহার করা হয় 24 Bume এর কাস্টিক সোডা।

৬. ব্লিচিং এর জন্য ব্যাবহার ৪৫ বুম এর কাস্টিক সোডা।

৭. এর আয়নিক ন্যাচার হলো এলকালাইন। হাইলি করোসিভ।







৮.  কাস্টিক সোডার ফ্লেকক্স যখন পানিতে গোলানো হয় তখন তা পানির সাথে বিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে,  এবং এটি ঠাণ্ডা হতে তিন দিন সময় নেয়। আর গরম অবস্থায় লিকুইড কাস্টিক সোডা ব্যাবহার করা যায় না।  কারন এতে কাস্টিক সোডার ঘনমাত্রা ঠিক থাকে না।

৯. কাস্টিক সোডা লিকুইড এবং ফেলেক্স Flecks দুই ফর্মে ব্যাবহার করা যায়। লিকুইড সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়।

১০. কস্টিক দিয়ে ডাইড ফেব্রিক কে স্ট্রিপ করা হয়।


১১. ডাইং এর জন্য ৩৬,৩৮ বুম এর কাস্টিক,মার্সারাইজিং এর জন্য ২৪ বুম এর কাস্টিক, ব্লিচিং এর জন্য ৪৫ বুম এর কাস্টিক ব্যাবহার করা হয়।

১২. বুম বানানো নিয়ম : বিভিন্ন বুম এর জন্য প্রয়োজনীয় কাস্টিক এর পরিমান নিম্নে দেয়া হলো 
20 Bume = 166.7 Gm/Lit
24 Bume = 213.7 Gm/Lit
28 Bume= 267.4 Gm/Lit
30 Bume= 296.8.7 Gm/Lit
36 Bume= 300 Gm/Lit
38 Bume = 441Gm/Lit
40 Bume = 484.1 Gm/Lit




Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements