পলিস্টার কটন ডাইং এর প্রসেস | Polyester Dyeing Process
কিছু তথ্যঃ
১. কাপড়টি পলি কটন ৮০/২০
২. কালার হবে ব্লাক
৩. পলিস্টার পার্ট আগে ডাইং করতে হয় তাই এর রেসিপি আগে লেখা ।
৪. মনে রাখতে পলিস্টার পার্ট আর কটন পার্ট উভয় মিলিয়ে বায়ার এর কালার এর সাথে মিলিয়ে দিতে হবে।
৫. পলিস্টার পার্ট কিসুটা লাইট রাখতে হবে, পরে তার উপর কটন পার্ট ডাইং করে সেড মিলাতে হবে ।
৬. পলিয়েস্টার পার্ট ডিস্পারর্স ডাই কটন পার্ট রিয়েক্টিব ডাই দ্বারা করা হয়।
৭. প্রসেস টাইম :
প্রিট্রেটমেন্ট - ২ ঘন্টা
পলিয়েস্টার -২ ঘন্টা
রিয়েক্টিভ - ৮ ঘন্টা
আনুমানিক
প্রিট্রেটমেন্ট - ২ ঘন্টা
পলিয়েস্টার -২ ঘন্টা
রিয়েক্টিভ - ৮ ঘন্টা
আনুমানিক
Comments
Post a Comment