Yarn Dyed Fabrics রিফিনিশিং এর কারন
ইয়ার্ন ডাইড কাপড় রিফিনিশিং এর কারন :
কারন তেমন মেজর না ৯৯% কাপড় রোলিং থেকে ফেরত আসার মুল কারন হলো কাপড় এর বোইং। এটি আবার রি স্টেনটার করে বোইং ঠিক করে দিতে হয় ।
সমাধন
বোইং এর আরেক কারন হলো কাপড় যখন রোল টু রোল সেলাই করা হয় তখন সেলাই যদি সোজা না হয় বা ডিজাইন এর সাথে ডিজাইন মিলিয়ে যদি না সিলিয়ে দেয়া হয় তখন এই বোইং হয়।
বোইং এর আরেক কারন হলো কাপড় যখন রোল টু রোল সেলাই করা হয় তখন সেলাই যদি সোজা না হয় বা ডিজাইন এর সাথে ডিজাইন মিলিয়ে যদি না সিলিয়ে দেয়া হয় তখন এই বোইং হয়।
মেশিন এর টেনশনে যদি ভেরিয়েশন হয় তখন নীট বা ওভেন স্ট্রাইপ ফেব্রিক্স এর বোইং হয় ।
তবে ওয়েফট স্ট্রেইটেনার ব্যাবহার করে কাপড় এর বোইং ঠিক করা হয়।
Comments
Post a Comment