অপটিকাল হোয়াইট অফ হোয়াইট এর কিছু পার্থক্য | White Fabric
অপটিকাল হোয়াইট অফ হোয়াইট এর পার্থক্য
ফেক্টরির অপটিক হোয়াইট বলতে বোঝায় ধব ধবে হোয়াইট আর অফ হোয়াইট মানে ডাল হোয়াইট।
কিছু তথ্য:
১. অপটিকাল হোয়াইট করতে সাধারনত ব্রাইটেনার ব্যাবহার করা হয় এবং এর ব্রাইটনেস অনেক হাই।
২. অফ হোয়াইট গুলি সরাসরি ব্লিচিং করে করা হয় বা সামান্য ইয়োলো ডাই দিয়ে ডাইং করে নেয়া হয়। এর টোন ইয়োলোইশ গ্রে।
৩. এদের মুল পার্থক্য হলো এদের ব্রাইটনেস এ অপটিক হোয়াইট ১০০% অফ হোয়াইট ৪০-৫০% ব্রাইট হোয়াইট নেস স্কেল এর।
৪. অপটিকাল হোয়াইট এর টোন ব্লুইশ।
৫. অফ হোয়াইট এর টোন ইয়োলিশ।
Comments
Post a Comment