যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করার উপায় জেনে নিন

যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করব কিভাবে?

সুত্র:
S.L=  no. of wales length (cm)  /no. of wales.

ফ্লিচ ফেব্রিক ( ৩থ্রেড) নেওয়া যাক যার স্টিচ লেংথ বের করব।

প্রথমে সুবিধামত ৫/১৫/২০টি থ্রেড নিবো যা নিট/লুপ/টাক হতে পারে।  নিট হলে নিট অথবা টাক হলে টাক থ্রেড যা নেওয়া হবে তার লেংথ লিখে রাখব।তারপর ১০ দিয়ে গুন করে মিলিমিটারে নিতে হবে  & যতটা ওয়েলস নিবো তা দিয়ে ভাগ করলেই স্টিচ লেংথ পাওয়া যাবে মিলিমিটারে।
ধরাযাক, ওয়েলস লেংথ=১.৩ সে.মি
                ওয়েলস সংখা=১২ টি (নিট)
স্টিচ লেংথ=১.৩ সে.মি /১২
                 =১.৩ *১০/১২ মি.মি
                  = (    ) মি.লি
বি:দ্র: ফ্রেন্ড থেকে শিখলাম তাই ভুল হইলে কারেকশন চাই।




Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements