লাইক্রা ইয়ার্ন ও ফেব্রিক সম্পর্কে জেনে নিন | Spandex Lycra

স্পানডেক্স ইয়ার্ন
ডাইং প্রডাকশন এর লাইক্রা কাপড় চালানোর কিছু সুবিধা আসুবিধা :

নোট :
লাইক্রা হচ্ছে স্পানডেক্স সুতার ব্রেন্ড নেম  স্পানডেক্স তার ক্যামিকেল বা জেনেরিক নেম।
লায়ক্রা আমেরিকান ইনভিস্তা কোম্পানির ইলাস্টোমারিক ফাইবার ।  ফেক্টরির কাপড় এর ইলাস্টেন থাকলে একে লাইক্রা বলে যদিও তা ঠিক না।

কিছু ব্রেন্ড: Roica (India) Texlon (Korean) Lycra (USA)

1.Roica:Japanese origin & have Thailand plant too..

2.Creora:is the largest manufacturing plant by Hyosung,korea & dominate 50% worldwide,9 plants in Korea /Vietnam /China/Turkey & Brazil..
সবচেয়ে বেশি ব্যাবহার করা লায়ক্রা ইয়ার্ন এর কাউন্ট ৪০ ডেনিয়ার,  ৭০ ডেনিয়ার,  ১০০ ডেনিয়ার









তথ্য
১. আমাদের সব কাপড় গুলির মাঝে লাইক্রা কাপড় এর প্রসেস লস সব চেয়ে বেশি।

২. লাইক্রা কাপড় ডাইং এর আগে হিট সেট করে নিতে হয়।

৩. লাইক্রা কাপড় এর হিট সেট না করলে ক্রিজ মার্ক পড়ে।

৪. আমাদের লায়ক্রা ফেব্রিক গুলির মাঝে লাইক্রা % হিসেবে বলা হয় যেমন ৫% লায়ক্রা,  ১০% লায়ক্রা।

৫. কাপড়ে মেক্সিমাম ১৫% পর্যন্ত লায়ক্রা ব্যাবহার করা হয় আর এটি করা হয় সুইম সুট এর জন্য।

৬. নিট কাপড় এর এর লায়ক্রা টাইপ তিন ধরনের
ফুল ফিডার লায়ক্রা
হাফ ফিডার লায়ক্রা
কোয়াটার ফিডার লায়ক্রা

৭. নীট ওভেন উভয় কাপড় এর Width প্রিট্রিট মেন্ট বা ডাইং এর পর গ্রে এর তুলনায় অনেক কমে যায়।

৮. লায়ক্রা কাপড় এর প্রসেস লস ৮% ধরে ডাইং করা হয়  ।

৯. লাইক্রা ফাইবার রিয়েক্টিভ ডাইং এর পর ও আনডাইড থাকে।

১০. লাইক্রা ওভেন এর ক্ষত্রে ইয়ার্ন এর কোরে ঢুকিয়ে কোর স্পান সুতা হিসেবে ওয়েফটে ফিড করা হয়।

১১. নীট কাপড় এর ক্ষত্রে লায়ক্রা ফিলামেন্ট কে আলাদা ফিডার ব্যাবহার করে ফেব্রিক এর কোর্সে ফিড করা হয়।


Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements