Viscose Fabric ডাইং এবং ফিনিশিং এর কিছু সুবিধা অসুবিধা
১০০% ভিসকোস কাপড় ডাইং ও প্রিট্রিট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি, আমার অভিজ্ঞাতা গুলি ছিলো
১. ভিসকোস কাপড় গুলি ডিসাইজিং করলেই চলে।
২. একে হেভি স্কাওরিং বা ব্লিচিং করা লাগে না।
৩. এই কাপড় কন্টিনিউয়াস মেশিনে চালানো যায় না এই কাপড় সেমি কন্টিনিউয়াস জিগারে চালাতে হয়। এই কাপড় ভেজা অবস্থায় টেনশন দেয়া যায় না।
৪. এই কাপড় হাইলি কন্সট্রেটেড NaOH দিয়ে মার্সারাইজেশন করা যায় না।
৫. এই কাপড় ভেজা ফেলে রাখা যায় না, কটন কাপড় ভিজলে শক্তি বাড়ে আর ভিসকোস ভিজলে শক্তি কমে।
৬. ভিসকোস আমরা রিয়েক্টিভ ডাই দিয়ে ডাইং করি। এলকালি হিসেবে আম্রা সোডা ব্যাবহার করি।
৭. ভিসকোস কাপড় এর টিয়ারিং, টেনসাইল স্ট্রেনথ কম।
৮. ব্রাইটনেস অনেক হাই কটন এর তুলনায়।
Comments
Post a Comment