উস্টার টেস্টারের টেস্ট ইউনিটের কারিগরি উপাত্ত | Uster Tester

উস্টার টেস্টারের টেস্ট ইউনিটের কারিগরি উপাত্ত : -

Sensor CS:
ইহা স্পান ইয়ার্ন, রভিং  ও স্লাইভারের মাস ভেরিয়েশন ( mass variation) নির্ণয় করে। ইহা প্রায় ১ টেক্স হতে ১২ কিলোটেক্স পরিসরের সুতা বা স্লাইভার পরিমাপ করতে পারে। ইহা ক্যাপাসিটিভ নীতিতে কাজ করে।

Sensor OH:
ইয়ার্নের মাস ভেরিয়েশন পরিমাপের পাশাপাশি ইহা স্পান ইয়ার্নের হেয়ারীনেস  নির্ণয় করে। ইহা প্রায় ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত ইয়ার্নের হেয়ারীনেস পরিমাপ করতে পারে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে।

Sensor CC:
এ মেজারিং ইউনিট ফিলামেন্ট ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয় করে। ইহা প্রায় ১০ D tex হতে ২৫০০D tex  ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয় করতে পারে। ইহা ক্যাপাসিটিভ নীতিতে কাজ করে।


Sensor OM:
ইহা স্পান ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয়ের পাশাপাশি স্পান ইয়ার্নের গঠন আকৃতি এবং ইয়ার্নের ক্রস সেকশনাল বৈশিষ্টের ভেরিয়েশন নির্ণয় করে। ইহা প্রায় ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত ইয়ার্নের উল্লেখিত বৈশিষ্ট পরিমাপ করে থাকে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে।

Sensor OI:
স্পান ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয়ের পাশাপাশি ইহা ইয়ার্নের ট্রাশ ও সিডকোট পরিমাপ করে।  ইহা ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত সুতার উল্লেখিত বৈশিষ্ট পরিমাপ করে থাকে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে।

Conveyor S/C:
ইহা স্পান বা ফিলামেন্ট ইয়ার্নকে ১০,২০,২৫,৫০,১০০,২০০ বা ৪০০ মিটার / মিনিট গতিতে বহন করে নিয়ে যায়।

Base SX/CX:
স্পান বা ফিলামেন্ট ইয়ার্নকে অটোমেটিক ভাবে স্যাকশন জেট দ্বারা টেনে নিয়ে যায়।

Base SE:
স্পান ইয়ার্নকে ম্যানুয়ালি টেনে নিয়ে যায়।

Changer/yarn feeder :
প্যাকেজ চেন্ঞ্জার হতে সুতার মাথাগুলো অটোমেটিক ভাবে স্থানান্তরিত হয়ে মেজারিং ইউনিটে প্রবেশ করে। অটোমেটিক চেন্ঞ্জারে ২৪ টি পর্যন্ত প্যাকেজ থাকে।






Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements