Metamarisom কি এবং এটি কেনো হয়, এর কারন জেনে নিন

মেটামারিজম কি এবং এটি কেনো হয় !

সংক্ষেপে: এটি ডাইং ফল্ট

ফেব্রিক ডাইং করার পর তার সেড দেখার জন্য বায়ার নমিনেশন করা বা স্ট্যান্ডার্ড লাইট সোর্স আছে যেমন : D65,TL84,UV,CWF,  এই লাইট সোর্স গুলি দিয়ে সেড দেখার সময় একটি ভিজুয়াল সমস্যা হয় যেমন লাইট সোর্স চেঞ্জ করলে সেড এর টোন চেঞ্জ হয়ে যায়,  সেড এর এই সমস্যাকে মেটামারিজম বলে।
এক কথায় ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন রকম দেখায়।

সাধারনত একই ব্রেন্ড এর ডাই দ্বারা আমরা ডাইং করার চেস্টা করি কিন্ত দুইটি আলাদা ব্রেন্ড এর ডাই দিয়ে যদি ডাইং করা হয় তাদের মধ্য মেটামারিজম আসার সম্ভাবনা প্রচুর।

যেমন  ডাই কম্বিনেশনে Novacron, এর ভেতর  Remazol ডাই দিলে সেড এর মেটামারিজম আশতে পারে।  উভয়ের ক্যামিকেল স্ট্রাকচার কম্পজিশন  আলাদা আলাদা তাই একটি ব্রেন্ড এর সাথে অন্যটি ডাইং করা যায় না। দুটি আলাদা গ্রুপ এর ডাই ব্যাবহার করলে এই সমস্যা হয়।

Tolarance :  CMC Test
Metamarisom Index
.50-0 = Pass
.50= Fail
আমাদের এই ছবি দুটি তে দেখতে পাচ্ছেন সেম রেসিপি তে করা কাপড় দুই আলোতে দুই রকম টোন শো করছে ।

কিছু তথ্য:

১. এই কোম্পানির ডাই দিয়ে কম্বিনেশন করতে হবে যেমন Novacron এর ভেতর Remazol,  Everzol এর ডাই দেয়া যাবে না।

২. রিডাইং এর ক্ষত্রে আগের যে ডাই দিয়ে ডাইং করা হয়ে ছিলো পরে ও সেই ডাই ব্যাবহার করে ডাইং করতে হবে।

৩. কিছু কিছু সময়ে ফেব্রিক এর কনস্ট্রাকশন এর কারনে আলাদা টোন শো করে যেমন বায়ার এর দেয়া সোয়াচ টুইল এর আমরা ডাইং করছি পপলিন এ,  তাই দুইটিতে দুই রকম মনে হতেই পারে।

৪. ফিনিশিং এর কারনে অনেক সময়ে মেটামারিজম হয় যেমন ফেব্রিক সুইডিং বা পিচ করা থাকলে এক এক দিকে এক এক রকম মনে হয়।

বায়ার কেনো মেটামারিজম যুক্ত ডাইড  কাপড় নিতে চায় না :

মেটামারিজম মানেই তো এক আলোতে সেড সেইম সেড আলাদা আলাদা।  ধরুন বায়ার এর কাস্টমার আসলো তার দোকান বা রিটেইল অউট লেট থেকে কাপড় কিনে নিয়ে গেলো,  বায়ার যে আলোতে দেখেছে তার ছিলো D65 লাইট। এখন কাস্টমার যদি বাশায় এসে দেখেন যে তা শখের গার্মেন্টস তার এর কালার চেঞ্জ হয়ে গেছে তার জন্য তিনি অই বায়ার এর বিরুদ্ধে মামলা করতে পারেন। এতে তাদের রেপুটেশন নস্ট হতে পারে বিধান বায়ার মেটামারিজম যুক্ত কাপড় পছন্দ করেন না।

Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements