টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য ইন্টার্ন এর সময় চলাচল এর কিছু নিয়ম | Textile Internship Guidelines

Internee এর সময় চলাচল এর কিছু নিম :

১. তোমরা দল বেধে চলাচল পুরপুরি পরিহার কর। কারন তোমাদের দলবেঁধে চলাচল প্রোডাক্টসন এর লোকদের বিরক্তির কারন। এতে তাদের মনোযোগ নষ্ট হয়।

২.ফ্লোর এ ঢুকার আগে খোজ নিবা ওখানকার ম্যানাজার বা জি এম কে আর পারলে যত দূর সম্ভব তাদের এড়িয়ে চলবা। কারন বড় পোস্ট এর কেও Internee দেখতে পারে না।

৩. ফেক্টরি তে কোন কিছুর উপর বসা বা হেলান দিয়ে দাঁড়ানো অভদ্রতা।

৪. উচ্ছপদস্থ কারো সামনে অপারেটর বা হেল্পারদের সাথে গল্প করা যাবে না।

৫. ছবি তোলার আনেক সময় পাবা জীবনে,  আর যে কোন ফেক্টরি তে ছবি তোলা অন্যায়।

পরামর্শ :
ফেক্টরি তে এমনি ইন্টার্ননি পাওয়া যায় না,  অনেক কষ্ট এর পর বা অনেক হাতে পায়ে ধরে তা ম্যানেজ করতে হয়।  তাই এমন কিছু করো না যেন তোমাদের সুনাম নস্ট না হয়।  কিছু ফেক্টরি ইন্টার্ন থেকে নিয়োগ দেয়





Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements