R Special কালার এর বৈশিষ্ট্য জেনে নিন | Royel Blue Color

কালার :  R Special Blue

অন্য নাম : Brilliant Blue


চরিত্রঃ

১. একে ব্যাখ্যা করার জন্য আমরা বলি কড়া ব্লু বা কুট কুটে ব্লু।

২. টার্কিশ এর বড় ভাই বলতে পারেন।

৩. মেটামারিজম অনেক শো করে এক আলো এক এক রকম।

৪. কালার টোন রেডিশ ব্লু।

৫. কালার এর জন্য ডাই ভালো করে গোলাতে হয় তা না হলে কালার আনইভেন হবে।

৬. অনেক সময় ভেজা কাপড় ড্রাই করার পর সেড চেঞ্জ হয়ে যায়।

৭. ডাই সহজে গুলতে চায় না। ডাই গুলানোর টেম্পারেচার ৭০ ডিগ্রী।

৮. ডাই মিক্সিং টেম্পারেচার ৫০ ডিগ্রী ।

৯. নীট ডাইং এ কম্বিনেশনে RSpl থকলে মাইগ্রেশন, স্পেশাল মাইগ্রেশন প্রসেসে ডাইং করতে হয়।

১০. এই কালার এর কাপড় স্ট্রিপিং কস্টের কালার সহজে কাটতেতে চায় না।





Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements