হিট সেট কি এবং কেনো করা হয়

Heat Set : হিট সেট

কখন করবেনঃ
কাপড়ে জদি ইলাস্টিক ফাইবার  থাকে বা স্পানডেক্স বা লাইক্রা থাকে তবে ওই কাপড়কে হিট সেট করতে হবে নয়তো ডাইং এর পর কাপড়ে ক্রিজ আর কাপড় এর Width ঠিক হবে না কমে জাবে। 

Knit Fabrics  নীট কাপড়  গ্রে অবস্থায় হিট সেট করতে হয়।

Woven Fabrics ওভেন কাপড় মার্সারাইজ করার আগে ব্লিচিং করার পর  হিট সেট করতে হয়।

তাপমাত্রা : ১৯০ ডিগ্রী

টিপস
Width হিট সেট এর মেইন ফেক্টর
যেমন :
নীট এর ক্ষত্রে Require Width এর চেয়ে ৪-৫ ইঞ্চি বেশী করে হিট সেট করতে হয় ।
ওভেন এর জন্য ২ ইঞ্চি প্লাস করে হিট সেট করতে হয়।


Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর অফিসিয়াল লেভেলের পদবী সমূহ এবং এর কাজ জেনে নিন

কাউন্ট মনে রাখার সহজ উপায় জেনে নিন | Yarn Count

মার্চেন্ডাইজিং জবের কিছু খুঁটিনাটি বিষয় জেনে রাখুন | Merchandising Job Requirements